উদ্দেশ্য ও লক্ষ্য
১. একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” নামক সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবায় গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা;
২. একটি Inter Operable ভূমি উপাত্তভান্ডার (ডাটাবেইজ) তৈরি করা;
৩. ভূমি প্রশাসনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল জনবলকে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সুদক্ষ করে তোলা;
৪. অনলাইন অফিস ব্যবস্থাপনা ও ইলেকট্রনিক রাজস্ব আদালত ব্যবস্থাপনা গড়ে তোলা;
৫. ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সকল সেবা আধুনিকীকরণ ও সহজ করা;
৬. ভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকল ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি সংক্রান্ত সর্বমোট ৫২৪৭ টি অফিসে অটোমেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একসাথে অনলাইন ও ইলেকট্রনিক ভূমি সেবা চালু করা।