নাগরিকের সুবিধা

নাগরিকের সুবিধা

. ভূমি সংক্রান্ত যে কোন সেবা পাওয়ার জন্য সেবাগ্রহীতা অনলাইনে আবেদন করতে পারবেন।

. অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভূমি উন্নয়ন কর ও অন্যান্য ফি লেনদেন করা যাবে এবং এসএমএস/ই-মেইলের মাধ্যমে প্রমাণকের নিশ্চয়তা জানতে পারবেন;

. জনগণ ভূমি নিবন্ধন, নামজারি, জমাভাগ ও জমা একত্রিকরণ (রেকর্ড সংশোধন), মৌজা ম্যাপ/চিটা ইত্যাদি নকশা অনলাইন One stop service পদ্ধতিতে প্রাপ্ত হবেন;

. নামজারি-জমাভাগ ও জমা একত্রিকরণ (মিউটেশন) প্রক্রিয়া সহজ ও সরল হবে; (ওয়ারিশ মোতাবেক হিস্যা নিশ্চিত হবে)।

. ভূমির মালিকানা/স্বত্ত্বের ইতিবৃত্ত অনলাইনে পাওয়া যাবে;

. ভূমির দাগের ইতিবৃত্ত জানা যাবে;

. অধিগ্রহণকৃত জমির তথ্য, ক্ষতিপূরন অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রাপ্তির নিশ্চয়তা থাকবে এবং তা সহজ ও সরল হবে;

. রেন্ট সার্টিফিকেট মামলার অনলাইন উপাত্ত ভান্ডার হবে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে;

. খাসজমি বন্দোবস্ত প্রক্রিয়া সফটওয়্যার এর মাধ্যমে হবে;

১০. সায়রাত মহাল ইজারা ব্যবস্থাপনা অনলাইনে হবে ফলে স্বচ্ছতা সুনিশ্চিত হবে;

১১. ভূমির মালিকানা স্বত্ব নিরাপদ হবে;

১২. জনগনের দুর্ভোগ ও হয়রানি কমবে;